রাত পোহালেই জীবনের প্রথম বড় পরীক্ষা। কিন্তু তার একদিন আগেও মিলেনি অ্যাডমিট কার্ড (Admit Card)। পরীক্ষা দিতে না পারার হতাশায় আত্মহত্যার চেষ্টা করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বাসুলডাঙা এলাকার বাসিন্দা মীরজানা খাতুন (Mirjana Khatun)। কোনও ক্রমে তাকে বাঁচান মা-বাবা। এই খবর কানে যায় ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) কানে। সঙ্গে সঙ্গে উদ্যোগ নেন তিনি। দ্রুত অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য শিক্ষা দফতরকে আবেদন করেন।

বাসুলডাঙার বাসিন্দা মীরজানা ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুলের ছাত্রী। ২৭ ফেব্রুয়ারি স্কুলে গিয়ে সে জানতে পারে অ্যাডমিট কার্ড আসেনি। অথচ সহপাঠীরা পেয়ে গিয়েছে। প্রধান শিক্ষিকার কথা মতো দরখাস্ত করে সে। কিন্তু শনিবারও অ্যাডমিট কার্ড পায়নি সে। এরপরেই পরীক্ষা দিতে পারবে না বলে হতাশায় ভেঙে পড়ে মীরজানা। বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মা-বাবা কোনও ক্রমে তাকে আটকান। এই খবর জানতে পারেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও স্থানীয় শিক্ষক নেতা মইদুল ইসলাম। তাঁদের মাধ্যমেই খবর যায় অভিষেকের কাছে।

তৎক্ষণাৎ ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন অভিষেকের প্রতিনিধি। শিক্ষা দফতরকেও স্কুলের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে দিতে বলা হয়। খাতা, ডায়েরি, কলম ও ফল নিয়ে ছাত্রীর সঙ্গে দেখা করেন এসডিপিও মিতুন দে। সোমবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন। অভিষেকের উদ্যোগে আপ্লুত মীরজানার পরিববার।

আরও পড়ুন:‘পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ থামান’, ফের মোদিকে অনুরোধ ইউক্রেনের
