শততম টেস্ট ম্যাচ জয়ের পরই আবারও সংবাদ শিরোনামে বিরাট কোহলি ( Virat Kohli)। মন কারলেন নেটিজেনদের। বিশেষভাবে সক্ষম ভারতীয় দলের অন্যতম সমর্থক ধরমবীরকে নিজের জার্সি তুলে দিলেন কোহলি। আর সেই ভিডিও পোস্ট হতেই ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত, ভারতীয় দল যখন টিম বাসে উঠছিল, ঠিক সেই সময় অন্যান্য সমর্থকে সঙ্গে ভারতীয় দলকে উজ্জীবিত করতে সেখানে উপস্থিত ছিলেন ধরমবীর। ধরমবীরকে দেখেই ধরমবীরের দিকে এগিয়ে আসেন বিরাট। আর ঠিক তখনই নিজের জার্সি ধরমবীরের হাতে তুলে দেন বিরাট। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল। পরে টুইটারে ধরমবীর সেই ভিডিও পোস্টও করেন।

Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022
আরও পড়ুন:Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জয়ের পর কী বার্তা দিলেন রোহিত?
