Friday, November 7, 2025

Atk Mohunbagan: জামশেদপুর এফসির কাছে ১-০ গোলে হেরে লিগ শিল্ড অধরা বাগানের

Date:

Share post:

সোমবার পারল না এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। জামশেদপুর এফসির ( Jamshedpur Fc) কাছে ০-১ গোলে হারল জুয়ান ফেরান্ডোর দল। যার ফলে শিল্ড জেতা হল না বাগান ব্রিগেডের। গতবারের মতো এবারও আইএসএলের ( ISL) লিগ পর্বে এক নম্বর দল হয়ে শিল্ড জেতা হল না বাগানের। লিগ শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র  কাছে ০-১ গোলে হার সবুজ-মেরুনের। বঙ্গসন্তান ঋত্বিক দাসের অনবদ্য ফুটবলের কাছে হার মানল জুয়ান ফেরান্ডোর দল। ৫৬ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করে ম্যাচের সেরা আসানসোলের ঋত্বিক। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শিল্ড জিতল জামশেদপুর। ফলে ঋত্বিক-চিমা চুকুরা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলেন। ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল খেলবে জুয়ান ফেরান্ডোর দল। লিগ শীর্ষে থাকতে হলে দু’গোলের ব্যবধানে জিততে হত রয় কৃষ্ণাদের। তার জন্য শুরুতেই গোল তুলে নিতে হত। কিন্তু তা হয়নি।

কৃষ্ণা-কাউকো-লিস্টন-মনবীরের চতুর্ভূজ আক্রমণে শুরু থেকে ছন্দে থাকা জামশেদপুর রক্ষণকে চাপে রাখে সবুজ-মেরুন। কিন্তু লিগে এক নম্বর হওয়ার অঙ্কে এগিয়ে থাকায় ওয়েন কোয়েলের দল শুরু থেকে সাবধানী ফুটবল খেলে। প্রথমার্ধে কৃষ্ণা, লিস্টন গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। পাল্টা আক্রমণে জামশেদপুরের চিমা চুকু বার দুয়েক গোল মুখ প্রায় খুলে ফেলেছিলেন। দ্বিতীয়ার্ধে জামশেদপুরের ঋত্বিক কার্যত একাই ম্যাচের রং বদলে দিলেন। ৫৬ মিনিটে ঋত্বিক অসাধারণ একটি গোলে জামশেদপুরকে এগিয়ে দেন। সেই গোলেই লিগ শিল্ড জিতল জামশেদপুর।

আরও পড়ুন:Surajit Sengupta: ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত হল সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...