Monday, January 12, 2026

Tangra Fire: ১৪ ঘণ্টা অতিক্রান্ত, ধিক ধিক করে জ্বলছে ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম

Date:

Share post:

রাতভর লড়াই চালিয়ে ১৪ ঘণ্টা পার করে শেষমেশ নিয়ন্ত্রণে ট্যাংরার মেহের আলি লেনের গুদামের অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্যাংরার গুদাম। আগুনের তীব্রতা কিছুটা কমলেও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। ভোরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ধিক ধিক করে জ্বলছে আগুন।বেশ কিছু জায়গায় এখনও জ্বলছে পকেট ফায়ার। দমকল তরফে জানানো হয়েছে, দোতলা সমান উঁচু কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তার মধ্যেই চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। তার থেকেই আগুনের ফুলকি ছিটকে বিপত্তি । এরই মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গুদামের দেওয়ালে ফাটল ধরেছে। তাতে করে নতুন করে বিপত্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন:Accident:সাঁতরাগাছি উড়ালপুলে দুর্ঘটনার কবলে একসঙ্গে ৪টি গাড়ি, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের

জানা গেছে, পকেট ফায়ারগুলি পুরপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়। দাহ্য পদার্থগুলি সম্পূর্ণ পুড়ে না যাওয়া অবধি নেভানো যাবে না এই পকেট ফায়ার। এর কারণ আগুনের উৎসমুখ অবধি পৌছাচ্ছেনা জল। ভাঙা টিনের শেডের নিচে রয়েছে আগুনের উৎস। কিন্তু সেখান অবধি জল পৌঁছনো সম্ভব হচ্ছে না। সরাসরি জল না পেলে পকেট ফায়ারগুলিকে নেভানো যাবে না বলে দমকল সূত্রের খবর।


প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় আচমকাই ট্যাংরার গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ-দাউ করে জ্বলে ওঠে গুদামটি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকার গোটা আকাশ। এলাকাটি ঘিঞ্জি থাকায় এলাকায় ঢুকতে হিমশিম খান দমকলকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালায় দমকলের ১৫ ইঞ্জিন। সর্বগ্রাসী আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিন দমকল কর্মী। তাদের মধ্যে দুই কর্মীকে হাসপাতালের ভর্তি করা হয়। দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান এলাকার বাসিন্দারা। কারখানার পাঁচিল ভেঙে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রাণপণ চেষ্টা করেন দমকলকর্মীরা। খালি করা হয় গুদাম সংলগ্ন বাড়িগুলির বাসিন্দাদের। যদিও বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

spot_img

Related articles

পাকিস্তান থেকে ভুয়ো তথ্য! ইরানে সব ভারতীয় নিরাপদ, সাংবাদিক বৈঠকে দাবি ভারতের

ইরানে ভারতীয়দের গ্রেফতারি নিয়ে ভুয়ো তথ্য পেশ ঘিরে ফের একবার পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।...

ফের SIR আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! মৃত বৃদ্ধার নাম অনিতা বিশ্বাস (৭৫)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পুর...

প্রতি বছরের মতো স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

প্রতি বছরের মতো এবারও স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভাতীয়...

হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

কবাডি খেলোয়াড়কে খুনের পর থেকেই পলাতক! পঞ্জাব থেকে হাওড়া, গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হয় নি। অবশেষে পুলিশের জালে...