Thursday, May 8, 2025

‘বাড়ি যাবে আয়কর বিভাগ’, বিধানসভায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকি শুভেন্দুর

Date:

Share post:

বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরোনোর সময় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে(Krishna Kalyani) হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) বিরুদ্ধে। তাঁর অভিযোগ বের হওয়ার সময় শুভেন্দু তাঁকে হুমকি দিয়েছেন বাড়িতে আয়কর বিভাগ(Income Tax Department) পাঠিয়ে দেওয়ার। এই ঘটনায় বিধানসভার স্পিকার(Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ওই বিধায়ক(MLA)। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) স্পিকারকে অনুরোধ করলেন “গুরুতর অভিযোগ, অবিলম্বে ব্যবস্থা নিন”।

বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণের মধ্যেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তুমুল হই হট্টগোলের মাঝেই ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। বেড়িয়ে যাওয়ার সময় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে স্পিকারকে কৃষ্ণ কল্যাণী বলেন, আমরা কয়েক জন নতুন বিধায়ক। আমাদের শিখতে হবে তো। বিরোধী দলনেতা হুমকি দিয়ে গেলেন, কাল ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেওয়া হবে। গোটা বিষয়টি শোনার পর রীতিমত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে তিনি জানান, এই অভিযোগ অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা। অবিলম্বে স্পিকার ব্যবস্থা নিন। পাশাপাশি অভিযোগ শোনার পর কৃষ্ণ কল্যাণীকে উদ্দেশ্য করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আমার নজরে এনে ভালো করলেন। হাউস গোটা বিষয়টি সম্পর্কে অবহিত রইল। আপনাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। এবং সত্যিই যদি এই ধরণের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে।

আরও পড়ুন:রাশিয়া থেকে তেল কিনলে ইতিহাসে ভুল দিকে থাকবে ভারত: হুমকি আমেরিকার

উল্লেখ্য, বুধবার বিধানসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিত দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, এই চার বিধায়ক শুভেন্দুর অসত্য ভাষণের বিরোধীতা করেন। বারবার বিজেপি বিধায়কদের সঙ্গে বচসা বাধে এদের। এরপরই বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িয়ে আয়কর পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে।

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...