বনগাঁ থানায় বিক্ষোভ , আহত এক পুলিশকর্মী

পরস্পরকে রং মাখাতে গিয়ে দোলের দিন নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন কয়েকটি ক্লাবের সদস্যরা । কথায় কথায় বচসা শুরু হয়। সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর তিন নম্বর ওয়ার্ড । সমাধান চাইতে সকলেই ছুটে যান বনগাঁ থানায়। সেখানেও আরেক দফা সংঘর্ষ শুরু হয়। থানার সামনে সকলে মিলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের থামাতে গেলে একজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর।

পুলিশ জানিয়েছে রং মাখানোকে কেন্দ্র করে এই ঘটনা। কয়েকটি ক্লাবের সদস্যদের মধ্যে গন্ডগোল হয়। আর তার জেরে পাড়ার মহিলাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। দু’পক্ষের এই সংঘর্ষে সকলেই থানায় পৃথকভাবে অভিযোগ জানিয়ে এসেছে । এখনো পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত চলছে।