১) আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে কেরলা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএলের খেতাব পকেটে পুরল হায়দরাবাদ এফসি। টাইব্রেকারে কেরলকে হারায় হায়দরাবাদ।

২) স্বপ্নভঙ্গ লক্ষ্য সেনের। অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে হেরে গেলেন ভারতীয় এই শাটলার। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ গেমে হেরে গেলেন তিনি।
৩) বেঙ্গালুরুরতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিন রাতের টেস্টে নেমেছিল ভারত-শ্রীলঙ্কা । এবার সেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচকেই খারাপ তকমা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বেঙ্গালুরুর টেস্ট কেন্দ্রকে এক ডিমেরিটস পয়েন্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

৪) হুড়মুড়িয়ে পড়ল বাঁশের তৈরি অস্থায়ী গ্যালারি। ফুটবল খেলা দেখতে এসে আহত কমপক্ষে ২০০ জন সমর্থক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরলের মালাপ্পুরাম জেলার ওয়ান্দুরে পোনগোদু ফুটবল মাঠে।

৫) শাহরুখ খানকে দেখে আমি একটু হলেও পাগল হয়ে যাব’, বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। আইপিএলের ট্রফির পাশাপাশি শ্রেয়াস আইয়ারের একটি বড় ইচ্ছে রয়েছে, আর তা হল বলিউড সুপারস্টার তথা কেকেআর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে দেখা করার।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন
