Thursday, November 6, 2025

Visva bharati : ছাত্র আন্দোলনের জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুই হল না

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আদৌ কী উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ? হলেও কীভাবে ? তাই নিয়ে এখন দোলাচলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বিগ্ন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। আজ সোমবার থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। বিশ্বভারতীর দু’টি স্কুল পাঠভবন এবং শিক্ষাসত্রের ২০০ পরীক্ষার্থীর এবছর পরীক্ষায় বসার কথা । ভাষাভবন এবং বিদ্যাভবনে সকাল ৯ টা থেকে ভাষা প্রথমপত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাই হল না। ছাত্র আন্দোলনের জেরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই পারলেন না। অভিযোগ উঠেছে লাগাতার ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা এদিন পরীক্ষা দিতে ইচ্ছুকদের কেন্দ্রে ঢুকতে দেননি। গেট বন্ধ করে দিয়েছেন । অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি তারা জোর করে কিছু করেননি। তারা পরীক্ষা বন্ধও করেননি । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বেচ্ছায় তাদের আন্দোলনকে সমর্থন করে পরীক্ষা দিতে যায়নি। আর বিশ্বভারতী কর্তৃপক্ষ এ ব্যাপারে অদ্ভুত রকম নীরবতা পালন করছে । ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কী হবে না তাই নিয়েই দোলাচল তৈরি হয়েছে । অনিশ্চিত হয়ে পড়েছে২০০ পরীক্ষার্থীর জীবন। সন্তানদের ভবিষ্যত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকরাও।

 

জানা গিয়েছে এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের একটা বৈঠক হয়েছিল । সেখানে ঠিক হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। কিন্তু এই দাবি নস্যাৎ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে পরীক্ষা হবে অনলাইনেই। ফলে অফলাইন না অনলাইন শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে দোলাচল কাটছে না। আর এই টানাপোড়েনের জেরে অনিশ্চিত হয়ে গেল ২০০ পরীক্ষার্থী জীবন ।

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...