Sunday, January 11, 2026

নেত্রীর নির্দেশে পঞ্জিকা মেনে শুভক্ষণে মনোনয়ন বাবুলের, দিলেন বিরোধীদের কটাক্ষেরও জবাব

Date:

Share post:

হাই-প্রোফাইল বালিগঞ্জ উপনির্বাচনের জন্য সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। একেবারে পঞ্জিকা মেনে, শুভক্ষণ মিলিয়ে এদিন সকাল ১০টা ৩০ মিনিটে মনোনয়ন জমা দিতে আসেন বাবুল। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জানালেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সোমবার মনোনয়ন জমা দিলেন তিনি। তাঁর কথায়, ”আমি অত্যন্ত খুশি। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। আসলে আমি কোভিড বিধি ভাঙতে চাইনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।” একইসঙ্গে বাবুল দলনেত্রীর প্রতি ফের একবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে বালিগঞ্জ কেন্দ্রে। এমন একটি জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। তিনি কৃতজ্ঞ। নেত্রীর আস্থার মর্যাদা দেবেন।

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

বালিগঞ্জে বাবুল তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকেই গেরুয়া শিবির থেকে কটাক্ষের বন্যা বইছে। এদিন মনোনয়ন জমা দিতে এসে সেই কটাক্ষ ফুৎকারে উড়িয়ে দেন বাবুল। পাল্টা বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ”আমি একটা অন্য দল থেকে এসেছি। আগে যে দলে ছিলাম, তারা এখন অনেক কিছুই বলবে। ওরা আগে আয়নায় নিজেদের মুখ দেখুক। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব। দল বদল করা যদি অপরাধ হয়, কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন! আমার পাখির চোখ ১২ এপ্রিল। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব সেই কনফিডেন্স আছে।”

এরপরই মনোনয়ন জমা দেওয়ার জন্য সার্ভে বিল্ডিংয়ের ভিতর চলে যান বাবুল। মনোয়ন পর্বে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দক্ষিণ কলকাতায় দলের সভাপতি দেবাশিষ কুমার এবং দু’‌জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ। মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে ফের একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল বলেন, “এর আগে আসানসোলে আমি চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। আর যা করার করে দেখিয়েছি। আমাকে সরিয়ে দেওয়ার সময়ে এটাই দেখানো হয়েছিল, বাবুল সুপ্রিয়র পারফরমেন্স খারাপ। আমি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবে তাতে সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।’‌’




এদিন সিপিএমের নবাগত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও একহাত নেন বাবুল। সেলিমকে কটাক্ষ করে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বলেন, ”ওর কোন মান নেই। সিপিআইএম পিছন দিকে এগোচ্ছে। নতুনদের দায়িত্ব না দিয়ে পিছনে থাকা মানুষদের নিয়ে আসা হচ্ছে। নিজে কোনও দিন জিততে পারেন না। ওঁর কথার কোন উত্তর দেব না।”

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...