রামপুরহাটের(Rampurhat) বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিস সুপারকে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নের(Nabanna)। সোমবার, ভাদুকে বোমা মেরে খুনের পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাত সাড়ে ৮টা নাগাদ পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। এই নিয়ে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি(DG) ও এডিজি (ADG)আইন-শৃঙ্খলা। বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দিতে হবে নবান্নে (Nabanna)।

রামপুরহাটের ঘটনায় ওসি-কে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত হয়েছেন এসডিপিও(SDPO)। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ।