প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার একটি রিয়েলিটি শো-তে তিনি অংশ নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

আরও পড়ুন:‘বাংলার প্রগতি চায় না বিজেপি’, বিধানসভায় বিস্ফোরক পঞ্চায়েতমন্ত্রী
বুধবার সন্ধেবেলা একটি টিভি শোয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাতের দিকে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালের নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলে সেই প্রস্তাবে রাজি হননি তিনি।এরপর বাড়িতেই স্যালাইনসহ ব্যবস্থা করা হয়।এরপর কাত ১টা ১০ মিনিটে মারা যান তিনি।

একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷ শ্যুটিং ফ্লোরে তিনি সবার প্রিয় মিঠুদা ছিলেন ৷ সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহারই ছিল তাঁর চরিত্রের অন্যতম ভাল দিক ৷
