Friday, January 2, 2026

রেল বাজেটে বঞ্চিত শহরতলীর যাত্রীরা: সংসদে সরব তৃণমূল

Date:

Share post:

শহরতলীর রেলের নিত্যযাত্রীদের সঙ্গে রেল বাজেট নিয়ে বঞ্চনা করা হয়েছে। বৃহস্পতিবার রেলের বাজেট(rail budget) বরাদ্দ নিয়ে আলোচনায়, তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ জহর সরকার(Jahar Sarcar) এমনটাই অভিযোগ করলেন।

এদিন সংসদে জহর সরকার বলেন, “রেলে দৈনিক যাত্রীদের অর্ধেক সংখ্যক শহরতলীর। যদি সেই সংখ্যা ৪৫ শতাংশও হয়, তাহলে তাঁরা রেল বাজেটের ১ শতাংশও কখনও পাননি।” তাঁর কথায়, এইসব শহরতলীর যাত্রীরা নিত্যদিন পশুর মত ঠাসাঠাসি করে যাতায়াত করেন। নিত্যযাত্রীদের প্রতি এই লজ্জাজনক ব্যবহারের সমাপ্তি হওয়া প্রয়োজন বলে রাজ্যসভায় জানান তিনি। পাশাপাশি আরও বলেন, সরকারের এই দিকে আলোকপাত করা উচিত। রেলের বেসরকারিকরণ নিয়েও সরব হন জহর সরকার। তাঁর কথায় লিজ দেওয়ার আগে স্বচ্ছতার প্রয়োজন।

জহর সরকারের পাশাপাশি বৃহস্পতিবার দেশে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি পুনরায় চালু করতে কী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা জানান, আত্মনির্ভর ভারতসহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে এর উদ্দেশ্যে। এ প্রসঙ্গেই সংশ্লিষ্ট মন্ত্রক জানান,চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে ২১ হাজার ৪২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:নিজের চেষ্টায় ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ভারতীয়, সংসদে জানালো বিদেশমন্ত্রক

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...