Thursday, December 25, 2025

পুতিনকে ‘কসাই’ বলে আক্রমণ বাইডেনের! রুশ হামলা অব্যাহত ইউক্রেনে

Date:

Share post:

৩২তম দিনেও ইউক্রেনে (Ukraine) রুশ হামলা অব্যাহত। ইউক্রেনের বেশ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার পোল্যান্ডের (Poland) ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। পুতিনকে (Vladimir Putin) ‘কসাই’ বলেও আক্রমণ করেন বাইডেন।

এদিকে, খারকিভে (kharkhiv) ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে পুতিন- সেনার গোলাবর্ষণ। বিধ্বস্ত এই শহর। এদিকে কিভে দক্ষিণ-পশ্চিম প্রান্তে রুশ সেনার গোলাবর্ষণে আহত কমপক্ষে ৪ জন। লভিভ শহরেও মিসাইল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জ্বালানির গুদাম লক্ষ্য করে ৬টি মিসাইল ছোড়ার অভিযোগ করেছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ছোড়ার অভিযোগও করা হয়েছে।

শনিবার পোল্যান্ডের ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্টও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেছেন, “ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) একজন কসাই। আমি আত্মবিশ্বাসী যে পুতিন ন্যাটোকে বিভক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। আমরা সবাই একসঙ্গে আছি।”

আরও পড়ুন: তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

অন্যদিকে, হাজার হাজার রাশিয়ান বিক্ষোভকারী শনিবার মধ্য প্রাগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমাবেশ করেছেন। পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

আমেরিকা, পোল্যান্ড এবং ইউক্রেনের জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে জো বাইডেন বলেন, ‘‘এই যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’’

রুশ হামলা এখনও পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে রয়েছে একাধিক শিশু এবং সাংবাদিকরাও। আহতের সংখ্যা বাড়ছে।



spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...