Monday, August 25, 2025

Weather update: সপ্তাহের মাঝেই শুরু তাপপ্রবাহ! সতর্ক করল হাওয়া অফিস 

Date:

Share post:

বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের শুরু থেকেই তপ্ত বঙ্গ। চৈত্রের প্রথমার্ধেই গা জ্বালানি গরম। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) থাকলেও থাকলেও দক্ষিণবঙ্গের(South Bengal) কপালে বরাদ্দ অস্বস্তি আর হাঁসফাঁস করা গরম অনুভূতি, এমন কথাই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Department)।

সরাসরিঃউত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী

চিন্তা বাড়িয়ে তীব্র গরমের আগাম সংকেত দিল হাওয়া অফিস। আভাস মিলেছিল মাসের শুরুতেই, নববর্ষ আসতে এখনও প্রায় এক পক্ষকাল বাকি, তার মাঝেই দাপট দেখাতে চলেছে তাপপ্রবাহ! চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে তাপপ্রবাহ, বলছে আলিপুরের হাওয়া অফিস (Alipur Weather Department)। সোমবার এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার নাগাদ তাপপ্রবাহের আশঙ্কা আছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। এ সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার একাংশেও বলছেন হাওয়া অফিসের কর্তারা।

পাশাপাশি,মৌসম ভবন জানাচ্ছে, রাজস্থান, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ এলাকার তাপপ্রবাহ চলছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হলেই তাকে তাপপ্রবাহ বলা হবে। আশঙ্কা, এ সপ্তাহে পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে।ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা  প্রায় ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়েছে। তারপরেই আছে পানাগড় , তাপমাত্রা ৩৮.৮।এরপর পর্যায়ক্রমে আছে,

মেদিনীপুর – ৩৮°  সেলসিয়াস (সর্বোচ্চ)

ব্যারাকপুর – ৩৮°সেলসিয়াস (সর্বোচ্চ)

দমদম -৩৭.৬° সেলসিয়াস (সর্বোচ্চ)

সল্টলেক – ৩৭.৫° সেলসিয়াস (সর্বোচ্চ)

পুরুলিয়া – ৩৭.৩  সেলসিয়াস (সর্বোচ্চ)

শ্রীনিকেতন -৩৭.২° সেলসিয়াস (সর্বোচ্চ)

কলকাতায় ৩৬.৭° সেলসিয়াস (সর্বোচ্চ)

জলপাইগুড়িতে -২৯.৫°সেলসিয়াস (সর্বোচ্চ)

শিলিগুড়ি- ২৯.২° সেলসিয়াস (সর্বোচ্চ)

কার্যত পুড়ছে বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ। সাধারণত, জলবায়ুগত পরিসংখ্যান অনুযায়ী, মার্চের মাঝামাঝি বা শেষের দিকে মহানগরে অন্তত একটি কালবৈশাখী হয়। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিও দেখা যায়। কিন্তু সেই ছবি এই বছরে প্রায় অমিল। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে এ সপ্তাহে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।কিন্তু সেই বৃষ্টি আদৌ গরমের বাড়বাড়ন্তকে আটকাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান স্বয়ং আবহাওয়াবিদরাও ।

spot_img

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...