Friday, December 26, 2025

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আকাশছোঁয়া জ্বালানির দামে জেরবার সাধারণ মানুষ।
  • সিসিটিভি ক্যামেরা ভেঙে এটিএম কেটে লুঠ প্রায় পনেরো লক্ষ টাকা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। তদন্ত শুরু পুলিশের।
  • ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। সোমবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে দেশ। রাতারাতি ইস্তফা দিয়েছে গোটা মন্ত্রিসভা । দেশ সামলাতে আজই নতুন মন্ত্রিসভা গঠন ও তাদের শপথ গ্রহণ হতে পারে বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষ অর্থমন্ত্রী পদ থেকে তাঁর ভাই বাসিল রাজাপক্ষকে সরিয়ে আলি সাবরিকে নিয়োগ করেছেন। বিরোধী দলগুলির সঙ্গে দেখা ও বৈঠক করার পরই পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি করা হবে। অন্যদিকে, শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরও সোমবারই ইস্তফা দিয়েছেন।
  • ইউক্রেনে হামলার তীব্র বিরোধ, এবার রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল লিথুয়ানিয়া।
  • ৪৮টি সাংগঠনিক জেলার জন্য রাজ্য কার্যনির্বাহী কমিটি ও বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই প্রথম বঙ্গ বিজেপির কোনও সাংগঠনিক পদ পেলেন।যদিও এবারও নতুন এই কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই হয়নি বিক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারির মতো অতি পরিচিতি নেতাদের।
  • এসএসসি মামলার শুনানিতে বেনজির জটিলতা তৈরি হল কলকাতা হাইকোর্টে। একই দিনে এই মামলা থেকে একে একে সরে দাঁড়ালেন তিন বিচারপতি। সোমবার সকালে এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।এরপর দুপুর ১ টা নাগাদ বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চও এই মামলা থেকে সরে দাঁড়ায়। সব শেষে বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চও এসএসসি মামলা থেকে সরে দাঁড়িয়েছে। যার ফলে মামলা প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে।
  • কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রামপুরহাট-কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরে নিহতদের আত্মীয়দের ডাকা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে তাঁদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ১৯ মার্চ রাতে বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃতদের পরিজনদের নিজের কোটা থেকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী।





spot_img

Related articles

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...