Wednesday, May 14, 2025

দুর্নীতি মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

দুর্নীতি মামলায় অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখকে(Anil Deshmukh) বুধবার গ্রেফতার করল সিবিআই। অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অনিল দেশমুখ। মঙ্গলবার তিনি ছাড়া পাওয়ার পর বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে তাঁকে রাখা হয়েছে বলে সুত্রের খবর। তবে সিবিআইয়ের(CBI) দাবি, গ্রেফতারি এড়াতেই এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।

প্রসঙ্গত, দুর্নীতি মামলার তদন্তে নেমে দেশমুখের ঘনিষ্ঠ ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে দেশমুখকেও নিজেদের হেফাজতে (Custody) চেয়েছিল সিবিআই। সেই আবেদনে সাড়া দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অনিল দেশমুখ। বম্বে হাইকোর্ট সেই আরজি খারিজ করে দেয়। এর ঠিক পর অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি হন তিনি। তবে সিবিআইয়ের তরফে জানানো হয়, গ্রেফতারি এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। মুম্বইয়ের জেজে সরকারি হাসপাতালের অরথোপেডিক বিভাগে ভরতি থাকার পর মঙ্গলবার ছুটি দেওয়া হয় তাঁকে। ছাড়া পাওয়ার পরই গ্রেফতার করা হল তাঁকে। যদিও কতদিনের জন্য তাঁকে হেফাজতে রাখা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন:লাগামছাড়া মূল্যবৃদ্ধি,আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে অন্য একটি মামলায় অনিল দেশমুখকে গ্রেফতার করেছিল ইডি। মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার অনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। বহিষ্কৃত পুলিশ ইন্সপেক্টর শচীন বেজ-সহ বেশ কয়েকজনকে তিনি নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন রেস্তরাঁ এবং পানশালা থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে দেশমুখের বিরুদ্ধে।

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...