সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে পারবেন না পূজারা! কেন?

খারাপ ফর্মের জন্য ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কাউন্টি খেলে ছন্দে ফেরার লক্ষ্যে সৌরাষ্ট্রের ব্যাটার। এবারও সাসেক্সের (Sussex) হয়ে খেলবেন পূজারা। কিন্তু ভিসা জটে কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship Match) মরশুমের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন: আইপিএলের রোজগারে বাবা-মায়ের জন্য বাড়ি কিনতে চান ১৯ বছরের তিলক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইংলিশ কাউন্টি মরশুম। সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ছয় ম্যাচ খেলে দেশে ফিরে আবার মরশুম শেষে রয়্যাল লন্ডন কাপ এবং বাড়তি আরও চারটি ম্যাচে খেলার কথা পূজারার (Cheteshwar Pujara)। কিন্তু এখনও ভিসা (Visa) হাতে পাননি ভারতীয় তারকা। তাই সাসেক্সের (Sussex) তরফে পূজারার চুক্তি বদলানো হচ্ছে। আগামী সপ্তাহের আগে ইংল্যান্ড পৌঁছতে পারছেন না তিনি।



Previous articleকরোনার অতি সংক্রামক নতুন ভ্যারিয়্যান্ট এক্স-ই ভারতে
Next articleদুর্নীতি মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল সিবিআই