Sunday, November 9, 2025

ATK Mohunbagan: এএফসি কাপে প্রথম ম‍্যাচে মুখোমুখি ব্লু স্টার এফসি, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার (Srilanka) ব্লু স্টার এফসি-র ( Blue Star Fc) বিরুদ্ধে এএফসি কাপের (AFC Cup) ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড। ধারে-ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার ক্লাবটিকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর। তিনি মনে করেন, শ্রীলঙ্কার এই দল বেগ দিতে সক্ষম।

এদিন অনুশীলন শেষে জুয়ান বলেন,”শ্রীলঙ্কার ব্লু স্টারকে খাটো করে দেখার কোনও কারণ নেই। দলটার পাসিং খুব ভাল। মাঝেমধ্যে প্রেসিং ফুটবল খেলে। কিছুক্ষণ স্লো ফুটবল খেলতে খেলতে হঠাতই আক্রমণে ওঠে। আর তাতেই বিপক্ষের গোলের মুখ খুলে যায়। আমাদের সতর্ক থাকতে হবে। কারণ খেলাটা নব্বই মিনিটের। সেই সময়ের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। শেষ দশ মিনিট অবশ্য ব্লু স্টার তেমন ভাল খেলেনি। তাতে অনেকেই ভাবছেন ওরা আহামরি দল নয়। আমি তা মানতে নারাজ। দু গোল হয়ে যাওয়ার পর সম্ভবত ওরা নিজেদের উজাড় করতে চায়নি পরের ম্যাচের কথা ভেবে।”

ব্লু স্টারের খেলার ধরণ নিয়ে ফেরান্ডো বলেন, “বিপক্ষের রক্ষণের মাথার উপর দিয়ে বল পাঠানোর একটা চেষ্টা সব সময় করে শ্রীলঙ্কার এই ক্লাবটি। ওদের সেন্টার ব্যাক চামেরার খেলাটা অনেকটা আমাদের কার্ল ম্যাকহিউর মতো। ডিফেন্স করে ভাল আবার সঠিক পাস বাড়ানোতেও দক্ষ। মনে রাখতে হবে একটা দেশের সেরা ক্লাব খেলতে আসছে। তাদের সমীহ করেই নামতে হবে। সেভাবেই আমরা প্রস্ততি নিয়ে নামব।”

এবার কি এএফসি কাপে সাফল্য আসবে?  এই নিয়ে ফেরান্ডো বলেন, “আমি ম্যাচ ধরে ধরে এগোনোয় বিশ্বাসী। এখন আমার মাথায় ঘুরছে শুধু ব্লু স্টার এসসি ম্যাচের ৯০ মিনিট। ওই সময়ে সফলতা পেতে হবে।”

আরও পড়ুন:IPL: আইপিএলে ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, নির্দেশ দেওয়া হল সরিয়ে ফেলার

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...