কেন্দ্রীয় কয়লামন্ত্রীর (Union Coal Minister) নকল মেল আইডি এবং লেটারহেড তৈরি করে চাকরির নামে প্রতারণা (Fraud) করল মালদহের (Maldah) দুই ব্যক্তি। অভিযুক্তরা সম্পর্কে বাবা এবং ছেলে। বাবা সঞ্জয় গোস্বামী এবং ছেলে সুব্রত গোস্বামী ধরা পড়ল পুলিশের জালে। কলকাতার নিউটাউন থানা এবং ইংরেজবাজার থানার পুলিশ যৌথ অভিযানে জালে প্রতারকরা।

কয়লামন্ত্রীর নামে একটি ভুয়ো ই-মেল থেকে চাকরির সুপারিশ করা হয়েছে- এই মর্মে ২০২১-এ অগাস্টে কোল ইন্ডিয়ার তরফ থেকে নিউটাউন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইংরেজবাজার এলাকা থেকে এই ই-মেলটি করা হয়েছে। তখন যৌথ অভিযানে সেখানকার দুই নম্বর কলোনী এলাকা থেকে বাবা সুব্রত গোস্বামী এবং ছেলে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ।
তল্লাশিতে এই বাড়ি থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব , পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভুয়ো লেটার হেডও উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, এই প্রথমবার নয়, বহুদিন অনেক রকম জাল কারবারের সঙ্গে যুক্ত এই বাবা-ছেলে। এই ঘটনার তদন্তে ইংরেজ বাজারে পৌঁছন নিউটাউন থানার পুলিশ আধিকারিক রামগোপাল পাল। অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করবে নিউটাউন থানার পুলিশ। এই প্রতারণার কোনও চক্র আছে কি না বা আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
