Thursday, August 28, 2025

রীতি লঙ্ঘন!স্পিকারের অনুরোধ সত্ত্বেও রাজ্যপাল বিজেপির ‘মুখপাত্রের’ ভূমিকায়

Date:

Share post:

সবধরণের সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করে কার্যত রাজনীতিবিদের ভূমিকায় ফের অবতীর্ণ হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভা চত্বরে আম্বেদকর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজ্যপাল। বিধানসভার এই চত্বর মোটেই সাংবাদিক সম্মেলনের জায়গাও নয়, সময়ও নয়। সঙ্গত কারণেই সাংবাদিকদের মুখোমুখি হতেই স্পিকার বলেন, এটা সাংবাদিক সম্মেলনের জায়গা নয়, সময় নয়। সর্বোপরি রীতিও নয়। কিন্তু রাজ্যপাল বিজেপির ‘মুখপাত্রর’ ভূমিকায় অবতীর্ণ হয়ে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে মুখ খুললেন।  বাংলা নাকি গণতন্ত্রের গ্যাস চেম্বার। বাংলায় পুড়িয়েও মারা হচ্ছে। চাকরিও দেওয়া হচ্ছে। রাজ্যপালের কাছে রাজ্যের কোনও রিপোর্ট আসে না।মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। ভোট পরবর্তী হিংসায় প্রাণহানি পর্যন্ত হয়েছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’  বাংলার আইনশৃঙ্খলা মোটেই গণতন্ত্রের সহায় নয়।  বাংলার কোনও কিছুই ঠিক নেই।


আরও পড়ুন:SSC: এসএসসি দুনীতি মামলায় এবার সিবিআই-এর সঙ্গে ইডিও


যা শুনে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তুনু সেন বলেছেন, একথা নতুন কী? রাজ্যপাল বিজেপির অলিখিত মুখপাত্র এবং রাজভবন হচ্ছে বিজেপির হেড অফিস। ফলে রাজ্যপালের থেকে এর থেকে ভালো কোনও কথা বাংলার মানুষ আশাও করেন না।  রাজ্যপাল সাংবিধানিক পদ ,কিন্তু সেই সাংবিধানিক পবিত্রতা কার্যত রাস্তায় নামিয়ে এনেছেন জগদীপ ধনকড়।  রাজ্যের যেখানে যা ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তা নিয়ে পদক্ষেপ নিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন। আসলে সেটাই অসুবিধে হয়ে গিয়েছে বিজেপির। সেই কারণে কেন্দ্রের এজেন্সি সিবিআই মাঠে নেমে পড়েছে। আর তার সহোদর হিসেবে কাজ করছেন বাংলার রাজ্যপাল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যা লজ্জাকর।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...