সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indiance)। একেই ম্যাচ হার, তারওপর জরিমানা। বুধবার রাতে পাঞ্জাব কিংসের ( Punjab Kings) বিরুদ্ধে মন্থর বোলিং-এর জন্য বিশাল অঙ্কের জরিমানা করা হল মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে। চলতি আইপিএলে এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখতে পায়নি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার পাঞ্জাব কিংসের কাছে ১২ রানে হারের মুখ দেখে তারা।

বুধবার পাঞ্জাব কিংসের কাছে হারের পর বড় অঙ্কের জরিমানা করা হল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। মন্থর বোলিংয়ের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মুম্বই অধিনায়ককে। এর আগে দিল্লি ক্যাপিটাসলের বিরুদ্ধে সময়ে মধ্যে নিজেদের ২০ ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। দ্বিতীয়বার একই অপরাধ হওয়ায় জন্য জরিমানা দ্বিগুণ হয়েছে। শুধু রোহিত নন, মুম্বইয়ের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।

আইপিএলের তরফে এদিন একটি বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএলের নিয়মবিধি অনুযায়ী দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ান্স এই অপরাধ করল। তাই দলের অধিনায়ক রোহিত শর্মাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।”

চলতি আইপিএলে এখনও অবধি জয়ের মুখ দেখতে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার পরবর্তী ম্যাচে তাদের মুখোমুখি কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার রাস্তা সচল রাখতে মরিয়া রোহিতরা।

এদিকে আইপিএলে পর পর পাঁচ ম্যাচে হারলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে ব্যাটার হিসাবে নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি২০-তে ১০ হাজার রান করেন বিরাট কোহলি।

আরও পড়ুন:UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানসিটি
