UEFA Champions League: চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম‍্যানসিটি

ঘরের মাঠে গোলশূন‍্য ড্র করে ম‍্যানসিটি। প্রথম লেগে ঘরের ম‍াঠে অ‍্যাতলেটিকোর বিরুদ্ধে ১-০ গোলে জেতে তারা। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে সেমিফাইনালের পৌঁছে গেল গুয়ার্দিওয়ালার দল।

লিভারপুলের ( Liverpool) পাশাপাশি উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালের রাস্তা পাঁকা করল ম‍্যাঞ্চেস্টার সিটি (Manchester City Fc)। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে অ‍্যাতলেটিকো ম‍্যাদ্রিদের (Atletico Madrid) ঘরের মাঠে গোলশূন‍্য ড্র করে ম‍্যানসিটি। প্রথম লেগে ঘরের ম‍াঠে অ‍্যাতলেটিকোর বিরুদ্ধে ১-০ গোলে জেতে তারা। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে সেমিফাইনালের পৌঁছে গেল গুয়ার্দিওয়ালার দল। সেমিফাইনালে তাদরে মুখোমুখি রিয়াল মাদ্রিদ।

ম‍্যাচটা যে এদিন হাড্ডাহাড্ডি হবে তা আগেভাগেই টের পাওয়া যাচ্ছিল। তবে ম‍্যাচের লড়াইয়ের থেকেই, ম‍্যাচে এদিন বেশি দেখা গেল দুই দলের ফুটবলারদের শারীরিক লড়াই। যা শিরোনাম দখল করল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শেষের দিকে ম্যান সিটি সময় নষ্ট করার পরিকল্পনা নিলেই, দুই দলের খেলোয়াড়দের মধ্যে লাগে বিরোধ। ম্যাচের ৯১ মিনিটে অ্যাতলেটিকো ডিফেন্ডার ফিলিপে লাল কার্ড দেখেন। ম‍্যাচে ১২ মিনিট যোগ করা হয় ইনজুরি টাইম। তবে সেই সময়ও ম্যাচে গোল আর হয়নি। অ্যাতলেটিকো শেষের দিকে দুইটি বড় সুযোগ তৈরি করে। তবে তা কাজে লাগাতে ব‍্যর্থ হয় তারা। তবে দুই দলের গরমাগরমি মাঠের মধ্যে তো বটেই এমনকী মাঠ ছাড়ার পর টানেলের মধ্যেও হাতাহাতির ছবি ধরা পড়ে। শেষমেশ পুলিশ দিয়ে দুই দলের ফুটবলারদের আলাদা করতে হয়।

আরও পড়ুন:UEFA Champions League:  উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুল

Previous articleRanbir Alia wedding update: পাঞ্জাবি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর আলিয়া
Next articleRohit Sharma: পাঞ্জাবের বিরুদ্ধে মন্থর বোলিং-এর জন‍্য জরিমানা করা হল মুম্বই অধিনায়ককে