Wednesday, August 27, 2025

কুরুচিকর আক্রমণ: কুণালের মামলায় আরও বেকায়দায় শুভেন্দু

Date:

Share post:

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে(Kunal Ghosh) কুরুচিকর মন্তব্যের জেরে সমস্যা বাড়তে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari)। জানা গিয়েছে, কুণাল ঘোষের দায়ের করা এই মামলায় আগামী ২০ মে শুভেন্দু অধিকারিকে হাজিরার নির্দেশ দিতে চলেছে আদালত(Court)।

জানা গিয়েছে, রাজ্যে পুরসভা নির্বাচনের সময়ে কুণাল ঘোষকে তাজ্যপুত্র বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু। যার জেরে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শুভেন্দুর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। এদিন আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও একাধিক সাক্ষি। তাঁদের সকলের বক্তব্য শোনার পর আদালতের বিচারপতি বিষয়টিকে বিচারযোগ্য অপরাধ বলে গ্রহণ করেছেন। এবং শুভেন্দু অধিকারিকে এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হচ্ছে। আগামী ২০ মে শুভেন্দুকে স্বশরীরে উপস্থিত হতে হবে আদালতে।

আরও পড়ুন:“এভাবে চললে বাংলা থেকে বিজেপি মুছে যাবে”, ফের বিস্ফোরক অনুপম, সমর্থন দিলীপের

প্রসঙ্গত, পুরভোটের প্রচার উপলক্ষে শুভেন্দু আর কুণালের মধ্যে তরজা তুঙ্গে উঠেছিল। কাঁথি পৌরসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। কুণালের প্রচার ঝড়ে কার্যত চাপে পড়ে হতাশায় শুভেন্দু তাঁর রুচিবোধের পরিচয় দিয়ে ব্যক্তিগত কুৎসা নেমে পড়েন। এবং কুণাল ঘোষকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেন। শুভেন্দু সাংবাদিকদের বলেছিলেন, কুণাল ঘোষকে নাকি কোন এক সময় তাঁর বাবা ডাঃ কল্যাণ ঘোষ “ত্যাজ্যপুত্র” করেছিলেন। উত্তর দিতে দেরি করেননি কুণাল। শুভেন্দুর বক্তব্যের পর আইনি চিঠি পাঠান কুণাল। যেখানে বলা হয়, চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ নেব।” এরপরই দায়ের হয় মামলা। সেই মামলাতেই এবার বিপদ বাড়তে চলেছে শুভেন্দুর।




spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...