সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সোনারপুর দক্ষিণ বিধানসভার স্থানীয় তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল। নিহত ওই নেতার নাম মঙ্গল প্রামানিক। আঁধারমাণিক এলাকার ২২ নম্বর বুথ তৃণমূল কোষাধ্যক্ষ ছিলেন মঙ্গল প্রামাণিক । এ ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে ওই তৃণমূল নেতা মাছের ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার দিন ভোরবেলা গোবিন্দপুরে মাছের আড়তে যাচ্ছিলেন তিনি। আড়তে কাজে যাওয়ার পথেই তাঁর উপরে হামলা হয় । অভিযোগ সোনারপুরের লাঙলবেড়িয়া এলাকায় তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়। দেবাশিস প্রামাণিক নামে স্থানীয় এক বিজেপি কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মঙ্গলকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মঙ্গলকে মৃত ঘোষণা করে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মঙ্গলকে স্থানীয়রা সকলেই খুব পছন্দ করতেন বলে জানা গিয়েছে।
