আলিপুর সংশোধনাগারের কোনও নির্মাণ ভাঙা যাবে না বলে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অন্তর্বর্তী নির্দেশ দিয়ে রাজ্যকে জানিয়েছে হেরিটেজ সামগ্রী সংরক্ষণ করতে হবে। আলিপুর সংশোধনাগারের একটাও ইট খোলা চলবে না।

আলিপুর সংশোধনাগারের প্রায় ১০৮ একর জমিতে রাজ্য সরকার সংগ্রহশালা করবে বলে প্রস্তাব দিয়েছিল । সে জন্য বন্দিদের আগেই সরিয়ে নেওয়া হয়েছে। ওই ঐতিহ্যবাহী ভবনে আছে বিজি প্রেসের অফিস। সেটিকেও সরস্বতী প্রেসে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়। অভিযোগ ইতিমধ্যেই অনেক নির্মাণ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আদৌ সেখানে মিউজিয়াম হবে কী না । হলেও সংগ্রহশালার তৈরির কাজ কাজ কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে । এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা হয় । ওই মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর সংশোধনাগারের নির্মাণ কাজে হাত দেওয়া যাবে না। আগামী ১৮ মে ফের এই মামলার শুনানি । ওইদিন আদালতে হলফনামা জমা দিতে হবে হিডকোকে।
