পরপর তিনটি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত বহু

পরপর তিনটি বোমা বিস্ফোরণে (Kabul Blast) কেঁপে উঠল কাবুল। মঙ্গলবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের (Afghanistan) রাজধানী। কাবুলের একটি স্কুলে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, তিনটি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত কমপক্ষে ১১ জন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্কুলের সদ্য ক্লাস শেষ হয়েছিল। বাড়ি যাওয়ার জন্য গেটের বাইরে পা রাখছিল পড়ুয়ারা। তখনই বিস্ফোরণ ঘটানো হয়। কাবুল পুলিশের (Kabul Police) মুখপাত্র খালিদ জাদরান (Khalid Jadran) বলেন, দাস্তে বারচি এলাকায়  আবদুল রহিম শহিদ হাইস্কুল চত্বরে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। সন্ত্রাসবাদীরাই এই বিস্ফোরণ ঘটায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Pakistan: জ্বালানির চরম সঙ্কট, পাকিস্তানেও বিদ্যুৎহীন শিল্পাঞ্চল থেকে আবাসান

জানা গিয়েছে, আজ কাবুলের (Kabul Blast) যে স্কুলে বিস্ফোরণটি ঘটানো হয়েছে, সেটি শিয়া অধ্যুষিত।শিয়া-হাজারা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে প্রায়ই নাশকতামূলক হামলা চালায় ইসলামিক স্টেট-সহ সুন্নি জঙ্গি সংগঠনগুলি। তবে এখনও পর্যন্ত এ দিনের হামলার কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের একটু দূরেই একটি কোচিং সেন্টারকে লক্ষ্য করেও গ্রেনেড ছোড়া হয়। স্থানীয়দের থেকে পুলিশ আধিকারিকরা  জানতে পেরেছেন, এদিন তিন-চার জন জঙ্গি মিলে হামলা চালায়।

আরও পড়ুন: ৫২ দিন পার, এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া, ইউক্রেনে শুরু হচ্ছে অনলাইন ক্লাস