ত্রিপুরার মাফিয়ারাজ নিয়ে এবার মুখ খুললেন বিজেপিরই মন্ত্রী

ত্রিপুরার (Tripura) মাফিয়ারাজ নিয়ে এবার সরব সে রাজ্যের বিজেপি (BJP) সরকারেরই মন্ত্রী রামপ্রসাদ পাল (Ramprasad Paul)। হরিয়ানায় (Haryana) গিয়ে নিজের রাজ্যের জমি মাফিয়ারা কীভাবে গোটা ত্রিপুরাকে গ্রাস করেছে তা তুলে ধরেছেন বিজেপির মন্ত্রী।

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmik) এই ঘটনায় রামপ্রসাদ পালকে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল নেতা বলেছেন, ত্রিপুরায় ভয়ঙ্কর মাফিয়ারাজের দৌরাত্ম্য নিয়ে যেভাবে ত্রিপুরা সরকারেরই মন্ত্রী (Ramprasad Paul) সরব হয়েছেন তাতে আমাদের অভিযোগই সত্য প্রমাণিত হল। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে কথা বলে আসছিল এবার খোদ বিজেপির (BJP) মন্ত্রীই তাতে সিলমোহর দিলেন।

আরও পড়ুন: ৫ ধর্ষণকাণ্ডে রাজ্যের কাছে তদন্ত রিপোর্ট চাইল হাইকোর্ট, সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ

প্রসঙ্গত, বাম সরকারের আমল থেকে এই মাফিয়ারাজ শুরু হলেও বিজেপির জমানায় তা এমন ভয়ঙ্কর আকার নিয়েছে যে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। তৃণমূল কংগ্রেস বারবার মাফিয়ারাজ নিয়ে সরব হলেও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। এবার বিজেপি সরকারেরই মন্ত্রী প্রকাশ্যে মাফিয়ারাজ নিয়ে মুখ খোলায় হইচই পড়ে গিয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।



Previous articleপরপর তিনটি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত বহু
Next articleআসানসোলে হারের কারণ বিশ্লেষণে বিজেপির বৈঠক, ডাক পেলেন না লকেট-অগ্নিমিত্রা