ভিন রাজ্যে পাড়ি দিয়েও পালাতে পারলেন না। লালবাজারের (Lalbazar) তৎপরতায় জালে চিটফান্ডের কিংপিন লিজা মুখোপাধ্যায় (Lisa Mukharjee)। বিউটি পার্লার, কিন্ডার গার্টেন স্কুল, ট্রেনিং ইনস্টিটিউট, গিফট শপের আড়ালে চিটফান্ডের ফাঁদ পেতেছিলেন এন্টালিতে বাসিন্দা লিজা। কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করে লালবাজার। আঁচ পেয়ে নাসিকে গা ঢাকা দেন লিজা।

কিন্তু শেষরক্ষা হল না। নাসিক থেকেই গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে অভিযুক্তকে। এই প্রতারাণায় আর কারা কারা জড়িতে তার সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- ফলতায় সস্ত্রীক আক্রান্ত ইঞ্জিনিয়ার, অভিযুক্ত নেতার জামিন মঞ্জুর আদালতে
