Sunil Gavaskar: কার্তিকের খেলায় মুগ্ধ গাভাস্কর, বললেন, টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেললে অবাক হবো না

কার্তিকের এই পারফরম্যান্সের পরই প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সবারই মতে, আগামী টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে দলে থাকা উচিত কার্তিকের।

চলতি আইপিএলে ( IPL) রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তাঁর এই পারফরম্যান্সের পরই প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সবারই মতে, আগামী টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup) ভারতের (India) হয়ে দলে থাকা উচিত কার্তিকের। একই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। আইপিএলে কার্তিকের পারফরম্যান্স দেখে অনেকের মতোই মুগ্ধ তিনিও।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” কার্তিক বলেছে টি-২০ বিশ্বকাপে ও ভারতীয় দলের অংশ হতে চায়। তাতে কী হয়েছে? আমি তো বলব ওর বয়সের দিকে তাকানোর দরকার নেই। ও কী করছে শুধু সেটা দেখলেই হবে। নিজের পারফরম্যান্স দিয়ে কার্তিক খেলার রং বদলে দিচ্ছে। দলের জন্যই এই খেলাটা খেলছে ও। ঠিক সেই কাজটাই করছে যেটা টি-২০ বিশ্বকাপে ছয় বা সাত নম্বর ব্যাটারের কাছে আমরা চাই।”

উল্লেখ্য ২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় দলের হয়ে আর ভারতের জার্সি গায়ে খেললনি কার্তিক।

আরও পড়ুন:IPL: করোনার কারণে সরিয়ে ফেলা হল দিল্লি ক‍্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচ