Tuesday, November 11, 2025

মমতার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলা: BGBS-এর মঞ্চে প্রশংসা ধনকড়ের

Date:

Share post:

দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(BGBS)। নিউটাউনে আয়োজিত এই অনুস্থানে এদিন একমঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করলেন রাজ্যপাল(Govornor)। কথায় কথায় লাগাতার বিরোধিতাকে পিছনে ফেলে এদিন রাজ্যপাল জানালেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নতির পথে এগিয়ে যাবে।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের ঢালাও প্রশংসা করে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। আশা করি এই বাণিজ্য সম্মেলন আগামিদিনে রাজ্যকে আরও উন্নয়নের পথ দেখাবে। মোদিজীর লুক ইস্ট নীতি মেনে এগিয়ে যাবে বাংলা।” শুধু তাই নয় সকল শিল্পপতিকে বাংলায় বিনিয়োগের আবেদন জানিয়ে রাজ্যপাল আরও বলেন, “দেশের অর্থনৈতিক ছবিটা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলার। বাংলায় বিনিয়োগ করলে শিল্পপতিরা লাভবান হবেন। পশ্চিমবঙ্গ বিনিয়োগের জন্য আদর্শ কারণ এখানকার জল-মাটি-পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতিবাচক। পশ্চিমবঙ্গের ভৌগলিক অবস্থান, জলবায়ু, মানব সম্পদ, ঐতিহ্য- আন্তর্জাতিক বিনিয়োগের জন্য উপযুক্ত।” নিজের ব্যাখ্যায় রাজ্যপাল আরও বলেন, “পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সম্পদে ভরপুর, বন্যপ্রাণ এবং প্রাকৃতিক সম্পদের জন্য এই জায়গা অত্যন্ত বিখ্যাত ও আকর্ষণীয়।” শুধু তাই নয়, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরে ধনকড় আরও জানান, “বাংলা বুদ্ধি ও শিক্ষার পীঠস্থান। বাংলার সংস্কৃতির কথা সকলের জানা। মহাপুরুষদের জন্ম হয়েছে বাংলায় গতবছর কলকাতার দুর্গোপুজো হেরিটেজ তালিকায় প্রবেশ করেছে।”

আরও পড়ুন:এক ক্লিকেই মুশকিল আসান! নাগরিক সমস্যা সমাধানে ১২৫ পুরসভার জন্য নয়া পোর্টাল

উল্লেখ্য, করোনার জেরে ২ বছর বন্ধ থাকার পর বুধবার নিউটাউনে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যে শিল্পের জোয়ার আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এই সম্মেলন। এদিনের এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, হীরানন্দানি, জিন্দল, চ্যার্টার্জি গোষ্ঠীর কর্ণধররা। এছাড়াও আমেরিকা, দক্ষিন কোরিয়া, চিন, বাংলাদেশ, ইংল্যান্ড, জাপান সহ ১৪ টি দেশের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে এই সম্মেলনে।




spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...