নয়াদিল্লি : শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক বৈঠক করেন দু’দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বরিস জনসন। বৈঠক শেষে জানানো হয়েছে, এদিন দু’দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত ভূমিকা নিয়ে সদর্থক আলোচনা হয়েছে । পাশাপাশি কূটনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নিয়েই আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারিত্ব এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও এই বৈঠকের মূল আলোচ্যর মধ্যে ছিল বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতাই সহমত একটি বিষয়ে যে, অবিলম্বে ইউক্রেনে হিংসা বন্ধ করা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতির উপর জোর দিয়েছি। সমস্ত দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে বজায় রাখার গুরুত্ব নিয়ে আবারও মত ব্যক্ত করা হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন ভারতকে বায়ু, আকাশ, মহাকাশ, সমুদ্র এবং সাইবার হুমকি মোকাবিলায় সহায়তা করবে। ব্রিটেনের সহযোগিতায় ভারতে ফাইটার জেট তৈরি হবে বলেও ঘোষণা করেছেন বরিস। ভারতের বিদেশনীতির প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীন এবং নিরপেক্ষ বিদেশনীতিই ভারতের পরিচয়। এদিনের বৈঠকে মূলত সামরিক সহযোগিতা, পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন ও মুক্ত বাণিজ্য পরিস্থিতি বজায় রাখা নিয়ে আলোচনা করা হয়েছে।
