Monday, August 25, 2025

বদলির নির্দেশ রুখতে পড়ুয়াদের বন্দি করে শাস্তির মুখে দুই শিক্ষক

Date:

Share post:

বদলির নির্দেশ পছন্দ হয়নি। বদলির জায়গা মনের মতো হয়নি। তাই বদলি রুখতে পড়ুয়াদের ক্লাসে বন্দি করে রাখলেন দুই শিক্ষক। শুক্রবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির বেহজামের কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষক এমনই অমানবিক কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে মনোরমা মিশ্র এবং গোল্ডি কাটিয়ার নামে দুই শিক্ষকের কাছে বদলির নির্দেশ আসে। তারা সেই নির্দেশ মানতে রাজি নন। বদলির নির্দেশ বাতিলের দাবি নিয়ে জেলা প্রশাসনের কাছে যান । কিন্তু জেলা প্রশাসন সেই নির্দেশ বাতিল করতে রাজি হয়নি। তখন দুই শিক্ষক জেলা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য নিজেদের স্কুলের ২৪ জন ছাত্রীকে ছাদে নিয়ে গিয়ে আটকে রাখেন। আর জানিয়ে দেয় যে তাঁদের দাবি না মানলে ছাত্রীদের ছাড়া হবে না।

ছাত্রীদের এভাবে বন্দি করার খবর পেয়ে স্কুলে পৌঁছন শিক্ষা দফতরের দুই আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে এবং রেণু শ্রীবাস্তব। পুলিশে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত দীর্ঘ টালবাহানার পর শিক্ষকদের হাত থেকে মুক্ত করা হয় ছাত্রীদের। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, দুই শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। একটি কমিটিও গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। শিক্ষকদের দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি হতে পারে। প্রয়োজনে চাকরি খোয়াতে হতে হতে পারে।

 

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...