শুক্রবার রাতে দিল্লি ক্যাপিটালসের ( Delhi Capitals) বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটার জস বাটলার ( Jos Buttler) । তাঁর ১১৬ রানের ব্যাটে ভর করে দিল্লির বিরুদ্ধে ১৫ রানে জয় পায় রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে শতরানের পর, দিল্লির বিরুদ্ধে শতরানের একটি তুখড় ইনিংস খেলেন বাটলার। এই ইনিংসের পর বাটলার স্বীকার করে নিচ্ছেন, এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছেন তিনি।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, “এই ইনিংসটা বিশেষ ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়াম আমার খুবই পছন্দের। এখানেই আমি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলাম। আমি সত্যি বলতে নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছি। মরশুম জুড়ে এই ফর্মটাই ধরে রাখতে হবে। দেবদূত পাডিক্কাল কিন্তু অপরদিকে ভালই খেলছিল। আমরা পরিকল্পনা করেই দিল্লির বিরুদ্ধে আক্রমণের পথ বেছে নিই।”
আরও পড়ুন:Shane Watson: এবার নো বল বিতর্কে মুখ খুললেন শেন ওয়াটসন, তীব্র প্রতিবাদ করলেন তিনি
