ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) সাক্ষাৎকার না দেওয়ায় হুমকি দিয়েছিলেন সাংবাদিক বোরিয়া মজুমদার (Boria Majumdar)। সেই অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঋদ্ধিমানকে হুমকি দেওয়ার ঘটনায় বোরিয়াকে দোষী সাব্যস্ত করেছে বিসিসিআই। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দুই বছর দেশের কোনও ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া মজুমদার। তাছাড়া আইসিসিকেও একটি চিঠি লিখে বোরিয়া মজুমদারকে ‘ব্যাকলিস্ট’ করার আবেদন জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন বোরিয়া মজুমদার। তবে ঋদ্ধি সেই মেসেজের কোনও জবাব না দেওয়ায় ‘হুমকি’ দেন বোরিয়া। গত ১৯ ফেব্রুয়ারি বোরিয়া মজুমদারের নাম প্রকাশ না করেই সেই চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ঋদ্ধি। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কমিটিতে ঋদ্ধিমান হুমকিদাতা সাংবাদিকের নাম জানান। এরপর পাল্টা বোরিয়া মজুমদার অভিযোগ করেন, তাঁর হোয়াটসঅ্যাপ বার্তা বিকৃত করেছেন ঋদ্ধি।

আরও পড়ুন:I-League: শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র মহামেডানের
