Eden: ইডেনে আইপিএলের প্লে-অফের ম‍্যাচ, পরিদর্শনে বিসিসিআই প্রতিনিধিরা

এদিন বিসিসিআইয়ের এক প্রতিনিধি দল আসে ইডেন পরিদর্শন করতে। এসে খতিয়ে দেখলেন সব সুযোগ সুবিধা। মাঠ, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো দেখে খুশি তারা।

প্রায় দু’বছর পর ইডেন গার্ডেন্সে ( Eden Gardens) ফিরছে আইপিএল ( IPL)। ২৪ এবং ২৫ মে নন্দনকাননে বসতে চলেছে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ। আর তারই প্রস্তুতিতে সোমবার ইডেনে সব ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন বিসিসিআইয়ের ( BCCI) প্রতিনিধিরা।

এদিন বিসিসিআইয়ের এক প্রতিনিধি দল আসে ইডেন পরিদর্শন করতে। এসে খতিয়ে দেখলেন সব সুযোগ সুবিধা। মাঠ, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো দেখে খুশি তারা। পরে বৈঠক করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে।

এই নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, “ইডেন পরিদর্শন করে সন্তুষ্ট বোর্ডের প্রতিনিধিরা। ২৪ এবং ২৫ মে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ হবে ইডেনে।”

আরও পড়ুন:Mumbai Indiance: ইশান কিষানের ব‍্যাটিং-এ হতাশ জয়বর্ধনে