নির্বাচনে জয়ের পর টুইটে ম্যাক্রনকে শুভেচ্ছা, মে মাসে ফ্রান্সে যেতে পারেন মোদি

দ্বিতীয়বারের জন্য ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ইচ্ছাপ্রকাশও করেছেন তিনি। সূত্রের খবর আগামী মাসের শুরুতেই ইউরোপ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য নির্বাচিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। মে মাসের প্রথম সপ্তাহেই মোদির এই সফর হওয়ার কথা। জানা গিয়েছে কোপেনগেহেনের ভারত-নর্ডিক সামিটে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদি।

রবিবারই ফ্রান্সের রাজনীতিতে ইতিহাস গড়েছেন ইমানুয়েল ম্যাক্রন। ম্যাক্রন তাঁর প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনকে হারিয়ে জয়ী হয়েছেন। ৫৮ শতাংশ ভোট পেয়েছেন ম্যাক্রন। তাঁর প্রতিদ্বন্দ্বী লে পেনের ঝুলিতে গিয়েছে ৪১.৪৬ শতাংশ ভোট। সোমবার সকালেই টুইট করে ফ্রান্সের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘আমার বন্ধু ইমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। ভারত ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক আরও মজনুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা রাখছি’। প্রসঙ্গত, ফ্রান্সের ইতিহাসে ম্যাক্রন হবেন তৃতীয় প্রেসিডেন্ট যিনি পরপর দু’বার এই আসনে বসলেন।

আরও পড়ুন- জোড়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২১ মে পর্যন্ত সময় চেয়ে সিবিআইকে চিঠি অনুব্রতর

Previous articleMumbai Indiance: ইশান কিষানের ব‍্যাটিং-এ হতাশ জয়বর্ধনে
Next articleEden: ইডেনে আইপিএলের প্লে-অফের ম‍্যাচ, পরিদর্শনে বিসিসিআই প্রতিনিধিরা