প্রবল গরমে হাঁসফাঁস রাজ্যবাসী, কেন ৫৫দিন বৃষ্টি নেই জানিয়ে দিল হওয়া অফিস

একটানা ৫৫ দিন বৃষ্টি নেই কলকাতা-সহ সংলগ্ন এলাকায়! কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলছে। আশঙ্কা বাড়িয়ে আরও দু-তিন দিন এমনই তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা বাদে সব জেলায় এই তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেরও তাই। কেবল দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণের দুয়েক জেলায়। দক্ষিণবঙ্গ-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের গোড়ায়।

আরও পড়ুন- জোড়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২১ মে পর্যন্ত সময় চেয়ে সিবিআইকে চিঠি অনুব্রতর

মার্চ পেরিয়ে এপ্রিল মাসও শেষ হতে চলল, বৃষ্টি নেই কলকাতা ও সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী দেখা মেলেনি। আবহাওয়াবিদরা মনে করছেন, শুধু স্থানীয় আবহাওয়ার পরিবর্তন নয়, এর পেছনে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট।

Previous articleEden: ইডেনে আইপিএলের প্লে-অফের ম‍্যাচ, পরিদর্শনে বিসিসিআই প্রতিনিধিরা
Next articleরাজ্য বিজেপির মুষল পর্বে সমান্তরাল সংগঠন করে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু