ধর্ষণ হোক বা না হোক, অভিযোগ পেলেই দিয়ে দিচ্ছে। মিডিয়া ট্রায়াল না করে আগে ক্রস চেক করুন। প্রশাসনের কাছে খোঁজ নিন। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করুন। বুধবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের সময় বাংলার সংবাদ মাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ তা ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। মমতা বললেন, যদি কোথাও কিছু ঘটে থাকে তবে প্রশাসনের কাছ থেকে তা জানার চেষ্টা করুন। কোথাও কিছু ঘটলেই তো সঙ্গে সঙ্গে তা বলে দেওয়া যাবে না। তদন্ত করে দেখতে হবে। এমন কিছু ঘটনা আছে যেগুলি ফরেন্সিক রিপোর্টের উপরে ভিত্তি করে বলতে হয়। ময়না তদন্তের রিপোর্ট না পেলে বলা যায় না। শুধুমাত্র আন্দাজের উপরে ভিত্তি করে বলা যায় না। সেক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতে হবে। এগুলো তো বুঝতে হবে।

যদিও মুখ্যমন্ত্রী এদিন বলেছেন তাঁর ক্ষোভ সকলের প্রতি নয়। সংবাদমাধ্যমের একাংশের প্রতি। সবাই ভুল তথ্য পরিবেশন করে না। সংবাদমাধ্যমের একাংশ এই রটনার জন্য দায়ী। তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য ধর্ষণের ঘটনা বেশি করে দেখিয়ে চলে। বাংলায় গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে বলেই সবাই ইচ্ছেমতো যার যা খুশি বলে বেড়াতে পারেন। অন্য রাজ্য হলে কী পারতেন?


আরও পড়ুন- সুখবর! রাজ্য সরকারের খরচেই IVF চিকিৎসা পরিষেবা পাবেন নিঃসন্তান দম্পতিরা
