Sunday, January 11, 2026

“শাহী আপ্যায়ন”র পরদিনই মমতা বন্দনায় সৌরভ

Date:

Share post:

চব্বিশ ঘন্টা কাটেনি। দু’দিনের সফরে বাংলায় এসে শুক্রবার রাতে বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Saurav Ganguly) বাড়িতে পঞ্চব্যঞ্জনের স্বাদ নিতে নিতে কব্জি ডুবিয়ে ভুরিভোজ সেরে দিল্লির বিমানে উঠে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। যা নিয়ে সরাসরি না হলেও অনেক তির্যক মন্তব্য উড়ে এসেছে বাংলার মহারাজের দিকে। নতুন করে সৌরভের রাজনৈতিক অবস্থান নিয়েও তৈরি হয় জোর জল্পনা। যদিও বিষয়টিকে একান্তই সৌজন্য বলে দাবি করেছিলেন সৌরভ( Sourav Ganguly)।

সেই ঘটনার পরদিনই আজ শনিবার দুপুরে সস্ত্রীক একটি বেসরকারি ক্লিনিক উদ্বোধনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়( Saurav Ganguly)। সেখানে আমন্ত্রিত ছিলেন কলকাতার(Kolkata) মেয়র ফিরহাদ হাকিমও(Firhad Hakim)। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ।মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন সৌরভ।

ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিয়ে তরজার মাঝেই এবার বড় নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

এদিনের মঞ্চে ক্লিনিক প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেন, “এই ক্লিনিক তৈরির সহযোগিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম। দিদি আমার খুব কাছের মানুষ। উনি সাহায্য করেছেন।” শুধু মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নয়, এদিন মেয়র ফিরহাদ হাকিমকেও (Firhad Hakim) দরাজ সার্টিফিকেট দেন সৌরভ। তাঁর কথায়, “গত ৪০ বছর ধরে ফিরহাদ হাকিমকে আমি চিনি।”

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্ত্রী ডোনাকে প্রশ্ন করা হলে তাঁর উত্তর “সৌরভ রাজনীতিতে এলে ভালই করবেন। তবে তিনি কী করবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।” প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা( Dona Ganguly), যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ।



spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...