Wednesday, August 20, 2025

অপহরণ-গণধর্ষণের পর বিক্রি! যোগীরাজ্যে আবারও নারী নিগ্রহের নৃশংস ছবি

Date:

Share post:

ফের যোগী রাজ্যে নারী নিগ্রহের ছবি। প্রয়াগরাজ, ললিতপুরে জট এখনও কাটেনি। এরইমধ্যে উঠে এল ঝাঁসিতে নারী নিগ্রহের নৃশংস ছবি। বিজেপি শাসিত আইকনিক রাজ্য উত্তরপ্রদেশে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়েও রেহাই পেলেন না ১৮ বছরের তরুণী। অপহরণ করে গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। এরপরও মুক্তি মেলেনি। ধর্ষণের পর রাজনৈতিক নেতার কাছ থেকে মধ্যপ্রদেশের এক ব্যক্তির কাছে বিক্রি হন ওই নির্যাততা। গোটা ঘটনায় আরও একবার যোগীরাজ্যের পৈশাচিক চিত্র আবারও ধরা পড়ল। অভিযোগ করেও এখনও শাস্তি পায়নি দোষীরা। প্রশ্ন উঠেছে, যোগীরাজ্যে কোথায় আইনশৃঙ্খলা? কেন মুখে কুলুপ এঁটেছেন যোগী-মোদি-শাহরা? দোষ করেও কেন শাস্তি পেল না রাজনৈতিক নেতা? কোথায় গেল তদন্তকারী স্পেশাল টিম?

আরও পড়ুন:ময়নাতদন্ত রিপোর্ট: হত্যা করে ঝোলানো নয়, গলায় ফাঁস লেগেই মৃত্যু কাশীপুরের বিজেপি যুবনেতার


পুলিশ জানিয়েছে, অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, গত মাসে নিজের বিয়ে উপলক্ষে যাচ্ছিলেন নিমন্ত্রণ করতে।এমন সময় গ্রামেরই তিন যুবক তাঁকে অপহরণ করে।  প্রথম কয়েক দিন তাঁকে একটি জায়গায় রাখার পর এক রাজনৈতিক নেতার হাতে তুলে দেওয়া হয়। এরপর ওই রাজনৈতিক নেতা  কিছু দিন নির্যাতিতাকে নিজের কাছে রাখেন এবং তার পর মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। নিজের ইচ্ছের বিরুদ্ধে নির্যাতিতাকে ওই ব্যক্তির সঙ্গেই থাকতে বাধ্য করা হয়।


মধ্যপ্রদেশের দাতিয়াকে বেশ কিছুদিন থাকার পর নির্যাতিতা কোনওরকমে তাঁর বাবাকে ফোন করে সব কথা বলেন। এরপর পুলিশের সাহায্য নিয়ে নির্যাতিতাকে পাথারি গ্রাম থেকে উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অপহারণ, গণধর্ষণ এবং বিক্রি করে দেওয়ার মামলা রুজু করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান নথিভুক্ত করার কাজও সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও বলাই সার। এখনও কোনও রাজনৈতিক নেতা বা অন্য কোনও অভিযুক্তকে গ্রেফতারের কোনও খবর মেলেনি।

spot_img

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...