‘স্বপ্ন কি রানি’ আবার সেলুলয়েডে। প্রায় ১১ বছর পর আবার সিনেমায় পতৌদি পত্নী এবার বিরতি কাটিয়ে বড়পর্দায়। এবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অমোল পালেকর এবং মনোজ বাজপেয়ী ।

ছবির নাম ‘গুলমোহর’, ছবির শ্যুটিং শেষ, এখন কেবল মুক্তির অপেক্ষা । টিনসেল টাউন জুড়ে শুধুই ‘ ওলে ওলে ম্যান’ এর মা এর প্রত্যাবর্তনের কাহিনি।’কাশ্মীর কি কলি’ অনেকদিন ধরেই সিনেমা নির্মাতাদের ভাগ্য নির্ধারণ করেছেন । এবার তিনি নিজেই বড় পর্দায়। হিন্দি ছবি ‘গুলমোহর’-এ (Gulmohar)অমল পালেকর (Amol Palekar),মনোজ বাজপেয়ীদের (Manoj Bajpayee)সঙ্গে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, পরিচালনায় রাহুল চিট্টেলা(Rahul Chittela)। কিন্তু এত বছর বড়পর্দায় অভিনয় না করার পর কেন এই ছবিতে হ্যাঁ বলা? শর্মিলা ঠাকুর(Sharmila Tagore)সিগনেচার হাসি হেসে জানিয়েছেন,” এই ছবিটির চিত্রনাট্য শোনা মাত্রই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয় বার ভাবিনি। সকলে মিলে বসে এই ছবি দেখতে খুবই ভাল লাগবে দর্শকের।”
ইউটিউবারদের ঝেঁটিয়ে বিদায়! অনাহারে-অনাদরে ‘পাগলিনী’ রাণু

নির্মাতাদের থেকে এই ছবির গল্পের বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা বলছেন,এই ছবি বাত্রা পরিবারের। ৩৪ বছরের পুরনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এই গোটা সময়টায় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে নানা ভাবে সংযোগ স্থাপন করছেন। তারই মধ্যে খোলসা হচ্ছে কিছু গোপন তথ্য। এ ভাবেই এগিয়ে গিয়েছে ‘গুলমোহর’-এর গল্প। মনোজ বাজপেয়ী থেকে অমল পালেকর প্রত্যেকেই বলছেন শর্মিলা ঠাকুরের(Sharmila Tagore)সঙ্গে এক ফ্রেমে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চান নি তাঁরা। এখন কেবল মুক্তির অপেক্ষা। নির্মাতাদের আশা, আগামী অগাস্ট মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

