প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করল। বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। আর ৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিলই না। এই ভুয়ো নিয়োগের কাজকর্ম করা হয়েছে সল্টলেকের আনন্দলোক হাসপাতালের কাছে নতুন ভবন থেকে। এই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৯ সালের মে মাসে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি শুরু হতেই বিচারপতি আর কে বাগের কমিটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। এই রিপোর্টে ৮ জন উচ্চপদস্থ কর্তাকে অভিষুক্ত বলে উল্লেখ করা হয়েছে। আট জনের নামও জানিয়ে দেওয়া হয়েছে ওই রিপোর্টে।



