রোজ মদ খেয়ে বাড়ি ফিরতেন বাবা। সেই নিয়ে নিত্য-অশান্তি লেগেই থাকত বাড়িতে। সেই রাগে ক্ষোভে মদ্যপ(Alcoholic)বাবাকে এলোপাথাড়ি কোপাল মেয়ে (daughter stabbed father)।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির(Jolpaiguri)দক্ষিণখয়েরবাড়ি এলাকার ভোটপাড়ায়।
জানা গেছে, ওই ব্যক্তি পেশায় দিনমজুর আমিনুর ইসলাম প্রতিদিনই তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন আমিনুর। তা নিয়ে বাড়িতে নিত্য অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় ঘরে ফেরেন আমিনুর।শুরু হয় গোলমাল। আমিনুরকে দেখেই ভীষণ চটে যায় মেয়ে। এরপরই রাগের বসে ধারালো অস্ত্র এনে বাবাকে এলোপাথাড়ি কোপায় সে। গুরুতর চোট পেয়েছেন বছর ৪০ এর আমিনুর।

ওই অবস্থায় আমিনুরকে বাড়িতে ফেলে রেখে স্ত্রী, মেয়ে ও ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও এক টোটোচালক রক্তাক্ত অবস্থায় আমিনুরকে উদ্ধার করে। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মাথায় গভীর ক্ষত হওয়ায় তিনটি সেলাই পড়েছে। আহত আমিনুরের অভিযোগ তিনি রোজ মদ খেতেন বলে ছেলে, মেয়ে এবং বউ তিনজনেই তাঁকে মারধর করেছে।
