Thursday, November 13, 2025

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি! তারপর যা ঘটলো

Date:

Share post:

সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে(Marrige) হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন

রাজনৈতিক ঘটনাকে কেন্দ্রে করে দু’দলের মধ্যে গন্ডগোল ও বোমাবাজির ঘটনা অনেক সময় দেখা যায়। কিন্তু বিবাহ বিচ্ছেদের(Divorce case) ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি! এবার এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandabeswar) থানার ভুড়ি গ্রামে।যেখানে নজিরবিহীন ভাবে রাতভর চলে বোমাবাজি( bombing)। বোমার আঘাতে যুবতীর বাবা-সহ চার জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন। যুবতীর বাপের বাড়ির লোকজন রাজীব বাউরি’র নামে পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে। একই সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও করে।

এরপরই রাজীবের পরিবার থেকে হুমকি দেওয়া শুরু হয় যুবতীর পরিবারকে। মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়।
সম্পর্ক না রাখলে যুবতীকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল অভিযুক্ত রাজীব।

কিন্তু হুমকিতে কাজ না হওয়ায় গতকাল, শুক্রবার রাত ৯ টা নাগাদ যুবতীর বাবা মানিক বাদ্যকর ও কয়েকজন প্রতিবেশির উপর আচমকা হামলা চালায় রাজীব। বোমা মারা হয়। বোমার আঘাতে জখম হয়েছেন, যুবতীর বাবা মানিক বাদ্যকর ও প্রতিবেশী তারক বাদ্যকর , হাদু বাউরি ও লক্ষীকান্ত বাউরি। অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



spot_img

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...