Tuesday, August 26, 2025

I-League: আইলিগ ফয়সালার ম্যাচ, ইতিহাসের সামনে মহামেডান স্পোর্টিং ক্লাব

Date:

Share post:

শনিবার ইতিহাসের সামনে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। মোহনবাগানের (Mohunbagan)পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আইলিগ (I-League)জেতার সামনে দাঁড়িয়ে তারা। যুবভারতী স্টেডিয়ামে শনিবার গোকুলাম কেরলকে (Gokulam Kerala) হারাতে পারলেই প্রথমবারের  আইলিগ ট্রফি ঢুকবে সাদা-কালো ব্রিগেডে।

প্রথমবার আইলিগ ট্রফি কি ময়দানের মহামেডান তাঁবুতে ঢুকবে? নাকি টানা দু’বার চ্যাম্পিয়নের মুকুট পরবে গোকুলাম কেরালা? উত্তর মিলবে শনিবার রাতের যুবভারতীতে। প্রিয় দলের হাতে ট্রফি দেখতে মাঠ ভরাবেন মহামেডান সমর্থকরা। মার্কাস জোশেফ, শেখ ফৈয়াজরা সমর্থকদের প্রথমবার আই লিগ ট্রফি উপহার দিতে মুখিয়ে আছেন। শ্রীনিধি-র কাছে গোকুলামের হারের পর হঠাৎ চলে আসা সুযোগটা কাজে লাগাতে তৈরি সাদা-কালো ব্রিগেড। গোকুলামের খেলার ভিডিও বিশ্লেষণ করে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। গোকুলামকে ড্র করলেও চলবে। কিন্তু মহামেডানকে জিততেই হবে। আর গোলের জন্য সাদা-কালো শিবির নির্ভর করবে ফর্মে থাকা ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার মার্কাস জোশেফের উপর। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তিনি।

শনিবারের লিগ ফাইনালের আগে মার্কাস বলেছেন, ‘‘গোলের জন্য দল আমার উপর নির্ভর করে আছে এটা ঠিক নয়। ফৈয়াজ, ব্রেন্ডনরাও গোল করছে। হেনরি কিসেকা আছে। আমাদের গোল করার লোকের অভাব নেই। আমরা মরশুমে দুর্দান্ত খেলেছি। এবার আই লিগটা জিতলে আমাদের লড়াই সার্থক।’’ ফৈয়াজ, ব্রেন্ডনরা বলছেন, ‘‘সমর্থকরা মাঠে আসুন, আমাদের সমর্থন করুন। ট্রফি আমরাই জিতব।’’

মহামেডান কোচ চেরনিশভ ম্যাচের আগে বলেছেন, ‘‘অবশ্যই এই ম্যাচে আমরা এগিয়ে থাকব কারণ, গ্যালারির সমর্থন থাকছে আমাদের জন্য। পয়েন্টে এগিয়ে থাকলেও গোকুলামের জন্য কাজটা সহজ হবে না।’’ তবে মহামেডানকে হুঁশিয়ারি দিয়েছেন গোকুলাম কোচ আলবার্তো আনিস। বলেন, ‘‘আগের ম্যাচে আমাদের মনঃসংযোগ নষ্ট হয়েছিল। শনিবার লড়াই হবে।’’

আরও পড়ুন:Thomas Cup: ইতিহাস তৈরি করল ভারতীয় পুরুষ ব‍্যাডমিন্টন দল, টমাস কাপের ফাইনালে তারা

 

 

spot_img

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...