Friday, January 2, 2026

চরমে কোন্দল, মানিকের মুখ্যমন্ত্রীর পদে শপথে গড়হাজির বিজেপির বিক্ষুব্ধ নেতারা

Date:

Share post:

তীব্র গোষ্ঠী কোন্দল, সীমাহীন দুর্নীতি, অনুন্নয়ন, বেকারত্ব। ক্রমশ পিছিয়ে পড়েছে ত্রিপুরা। তার সঙ্গে প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের উপর দমন পীড়নে ক্ষোভ বেড়েই যাচ্ছিল। ২০২৩শের কথা মাথায় রেখে কার্যত বিপ্লব দেবকে সরিয়ে দিল বিজেপি। আশা, সামাল দেবে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন তিনি। তবে তাঁর শপথগ্রহণে অনুপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। মানিক শপথ নেওয়ার পর যদিও সৌজন্য দেখাতে রাজভবনে যান তিনি। তবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে তাঁর ডেপুটির গরহাজিরা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি  সূত্রে খবর, মানিককে মুখ্যমন্ত্রী করায় দলের অন্দরে ক্ষোভ রয়েছে। তারই ফলশ্রুতি ঘটেছে।


আরও পড়ুন:Andrew Symonds:  ক্রিকেট জীবনে জড়িয়েছেন একাধিকবার বিতর্কে, একনজরে সাইমন্ডসের নানা বিতর্ক


শুধু জিষ্ণু দেব নন, এ দিন মানিকের শপথগ্রহণে গরহাজির ছিলেন অন্য বিক্ষুব্ধ বিধায়ক তথা রাজ্যের অপর মন্ত্রী রামপ্রসাদ পাল। নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান আগেই বয়কট করেন বিক্ষুব্ধরা। বামেরাও শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে। রাজ্যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতি চালানোর অভিযোগে অনুষ্ঠানে যোগ দেননি বাম প্রতিনিধিরা। অর্থ্যাৎ বলাই যায়, মুখ্যমন্ত্রী বদল করলেও ত্রিপুরা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব দূর করা গেল না৷ বরং মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই রাজ্যের এক মন্ত্রীর বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপি নেতৃত্বকে৷




আজ যখন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মানিক সাহা, সেই সময় নিজের ট্যুইটার বায়ো থেকে নিজের উপমুখ্যমন্ত্রী পরিচয়ই সরিয়ে দিলেন। শুধু রাখলেন বিধায়ক পরিচয়।মানিকের নাম ঘোষণা হতেই বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল৷ রামপ্রসাদ বরাবরই মানিক সাহা বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত৷ জিষ্ণু দেব বর্মার সঙ্গেও নতুন মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে মানতে পারছেন না তিনিও বলে খবর।

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...