Thursday, August 28, 2025

তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই! তাপপ্রবাহের সতর্কতা জারি দিল্লিতে

Date:

Share post:

তাপপ্রবাহের (Hit Wave) সতর্কতা জারি হল দিল্লিতে(Delhi)। রেকর্ড গরম(Record Hit)তাপমাত্রা ৫০ ছুঁয়েছে প্রায়। হিমশিম খাচ্ছেন  দিল্লির বাসিন্দারা। আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার হরিয়ানার মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি এবং গুরগাঁওয়ে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস,দিল্লির সফদরজঙ্গে  তাপমাত্রা ছুঁয়েছে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ পশ্চিম দিল্লিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরপ্রদেশের বান্দা জেলায় পারদ ছুঁয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের চুরু, পিলানিতে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৪৭.৯ ও ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস, খাজুরাহো ও নওগায় তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি ।

আবার রেকর্ড গরমের সাক্ষী দিল্লি এর আগে ১৯৬৬ সালের মে মাসে এমন পরিস্থিতি হয়েছিল। রাজধানীতে এই ভয়াবহ দাবদাহের কারণ হিসেবে আবহাওয়াবিদরা মনে করা হচ্ছে বৃষ্টির আকাল। আবহাওয়া দফতর জানাচ্ছে এখন বেশ কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে চলবে তাপপ্রবাহ। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ডোমজুড়-কাণ্ডে নয়া মোড়: খুনের সুপারি দিয়েছিলেন ছেলের প্রেমিকা!

IMD-এর বিজ্ঞানী আর কে জেনামনি জানিয়েছেন, মেঘলা আকাশ এবং কখন কখন দমকা হাওয়া বয়েছে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হয়নই ফলে সর্বোচ্চ তাপমাত্রা নিম্নগামী হয়নি। চলতি বছরে রবিবার ছিল রাজধানীতে উষ্ণতম দিন। গত কয়েক সপ্তাহে মাত্র দু’দিন বৃষ্টি হয়েছে। গত ২১ এপ্রিল বৃষ্টি হয়েছে ৩ মিমি। আর গত ৪ মে দিল্লিতে বৃষ্টি হয়েছে ১.৪ মিমি।

IMD-এর আরেক বিজ্ঞানী নরেশ কুমার সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন,”রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।”




spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...