চলতি বছরে বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। সেই উপলক্ষে ভারতীয় কুস্তি দল বাছাইয়ের জন্য চলছে ট্রায়াল। আর এই ট্রায়াল চলাকালীন ঘটল এক অভূতপূর্ব ঘটনা। রেফারিকে নিগ্রহ করে আজীবন নির্বাসিত হলেন কুস্তিগীর সতেন্দর মালিক। পুরুষদের ১২৫ কেজি বিভাগের ট্রায়ালে হেরে যাওয়ার পর মেজাজ হারিয়ে রেফারি জগবীর সিংয়ের উপরে চড়াও হন তিনি। এলোপাথাড়ি হাত চালাতে থাকেন। মার খেয়ে ম্যাচেই লুটিয়ে পড়েন হতচকিত রেফারি। এই ঘটনার পরেই সার্ভিসেসের সতেন্দরকে আজীবন নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সতেন্দরের ম্যাচ ছিল আরেক কুস্তিগীর মোহিতের বিরুদ্ধে। ম্যাচ ৩-৩ পয়েন্টে শেষ হলেও, যেহেতু মোহিত শেষ পয়েন্ট পেয়েছিলেন, তাই তাঁকে বিজয়ী ঘোষণা করেন রেফারি। এতেই মেজাজ হারান সতেন্দর।

আরও পড়ুন- থমাস কাপে ঐতিহাসিক জয়, কোচ নিয়োগে জোর দিচ্ছে ব্যাডমিন্টন সংস্থা
