থমাস কাপে ঐতিহাসিক জয়, কোচ নিয়োগে জোর দিচ্ছে ব্যাডমিন্টন সংস্থা

প্রথম বার টমাস কাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। ঐতিহাসিক সাফল্যের আবহেই একগুচ্ছ পরিকল্পনা জাতীয় ব্যাডমিন্টন সংস্থার। দেশের মাটিতে দু’টো আন্তর্জাতিক চ্যালেঞ্জার্স আয়োজনের পরিকল্পনা ছাড়াও ৩০ জন বেতনভুক কোচ নিয়োগের পথে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা।
মঙ্গলবার দিল্লিতে ছিল জাতীয় ব্যাডমিন্টন সংস্থা ‘বাই’-এর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। সেখানে কর্মসমিতির সদস্যরা মেনে নেন, ব্যাডমিন্টনে এই সাফল্যকে ধরে রাখতে হলে আরও বেশি আন্তর্জাতিক মানের খেলোয়াড় তুলে আনার পাশাপাশি কোচেদের দক্ষতাও বাড়াতে হবে। তার জন্য দেশের মাটিতে আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন যেমন জরুরি, ঠিক তেমনই বিভিন্ন ছোট ট্রেনিং সেন্টারগুলিতে দক্ষ কোচ নিয়োগও দরকার। সেই মতো জাতীয় ব্যাডমিন্টন সংস্থার পরিকল্পনা, প্রতি বছর দেশের মাটিতে অন্তত দু’টো আন্তর্জাতিক চ্যালেঞ্জার্স আয়োজন করার। তাতে র্যা ঙ্কিং পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে বড় ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে প্রতিশ্রুতিমান খেলোয়াড়রা। সারা বছর ৩১টার মতো আন্তর্জাতিক চ্যালেঞ্জার্স হয়। যার মধ্যে ভারতে হয় মাত্র একটি। এবার সংখ্যাটা বাড়াতে চাইছে বাই।
আগামী দিনে প্রায় ৩০ জন নতুন কোচকে আকর্ষণীয় পারিশ্রমিক দিয়ে ভারতের ছোট ব্যাডমিন্টন কোচিং সেন্টারগুলিতে পাঠাতে চায় ফেডারেশন। তাঁদের অত্যাধুনিক কোচেস ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন- Ravindra Jadeja: সিএসকের সঙ্গে কী সম্পর্ক ছেদ করার পথে হাঁটেছেন জাদেজা?

প্রাক্তন খেলোয়াড়, রাজ্য এবং জাতীয় স্তরের কোচেরা আবেদন করতে পারবেন। কোচেদের বেতনের পরিমাণ হবে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা। শুধু তাই নয়, ভবিষ্যতের কিদাম্বি শ্রীকান্ত, পিভি সিন্ধুদের তুলে আনতেও নতুন পরিকল্পনা নিয়েছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা। বাই-এর সচিব সঞ্জয় মিশ্র বলেছেন, ‘‘আমরা খুব তাড়াতাড়ি অনূর্ধ্ব ১১ বিভাগের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। টেলিভিশনে তা দেখানো হবে। এতে উৎসাহিত হবে তরুণরা।’’

আরও পড়ুন- বিশ্বমানের ক্রিকেট প্রশিক্ষণ, যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্সে ভর্তি চলছে

Previous articleফিল্ম রি-রিলিজ – “অপরাজিতা”
Next articleটানা ৪৫ মিনিট হার্ট পাম্প করেও ব্যর্থ চিকিৎসকরা, প্লাস্টিক সার্জারিতে মৃত্যু দক্ষিণী নায়িকার!