Sunday, August 24, 2025

যেখানে যাব কর্মিসভা করব, আমি নই-আমরা: বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বুথস্তরের কর্মীরাই দলের সম্পদ। যেখানেই প্রশাসনিক বৈঠক করতে যাব, বুথস্তরের কর্মীদের সঙ্গে সভা করব। বুধবার, মেদিনীপুরের কর্মিসভা থেকে দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জানিয়ে দিলেন কর্মীরাই তৃণমূলের সম্পদ।

এদিন, কর্মিসভা থেকে দলের স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি নই, আমরা।“ নেতা-কর্মীদের এই মনোভাব নিয়েই কাজ করতে হবে। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, “তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি, আমার সৃষ্টি কখনও ব্যর্থ হয় না”। তিনি বলেন, তাঁর স্বপ্ন সবার সঙ্গে মিশে কাজ করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। মমতার আশা, তৃণমূল কর্মীরা একদিন সারা বিশ্ব জয় করবে। নিজেকে নেতা বললেই নেতা হওয়া যায় না। নেতারা কাজের মধ্যে দিয়ে তৈরি হন। একই সঙ্গে দলের যে নেতারা কুকর্ম করে তাঁদেরকেও কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন, যাঁরা খারাপ কাজ করবেন, মানুষ তাঁদের ঠিক চিনে নিয়ে প্রত্য়াখ্যান করবে।

মানুষের পাশে থাকার জন্যে দলীয় নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। “যেকোনও কাজ সাধারণ মানুষকে সাহায্য করুন, তবেই লোকে আপনাদের মনে রাখবে। আর যাঁরা কাজ করবেন না বাড়িতে বসে যান”- নরমে-গরমে কড়া বার্তা মমতার। মেদিনীপুরে পুরনো ব্লক কমিটিই কাজ চালাবে বলে জানান মমতা। নেতৃত্ব দেবেন অজিত মাইতি।

মেদিনীপুর জেলা নিয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের ভূমিকার কথা উল্লেখ করে মমতা জানান, ‘ভারত ছাড়ো আন্দোলনে’র বর্ষপূর্তিতে ৯ অগাস্ট ফের মেদিনীপুরে সভা করবেন তিনি। এর পাশাপাশি জানান, রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্ম বার্ষিকী ব্লকে ব্লকে পালন হবে। ২১ মে থেকে ৩১ মে দুয়ারে সরকার হবে।  ‘১১ বছর উন্নয়নের পথে’ দল ও সরকারের তরফ থেকে অনুষ্ঠান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে মেদিনীপুরে সিনেমাহল হচ্ছে। মমতা চান, সেখানে বড় শপিংমল হোক। মেদিনীপুরের বিদ্যাসাগর পার্কে সাইকেল হাবের কথাও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। এদিন, তীব্র দহন উপেক্ষা করে লক্ষাধিক মানুষ সভায় উপস্থিত ছিল। তাঁদের কুর্নিশ জানান তৃণমূল নেত্রী।



spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...